তালতলীতে বসত বাড়িতে বনায়ন কর্মসূচি’র উদ্বোধন

তালতলীতে  বসত বাড়িতে বনায়ন কর্মসূচি’র উদ্বোধন
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি ঃবরগুনারা তালতলীতে বৃহস্পতিবার ১৮ জুলাই সকাল১০ টায় বসত বাড়ি বনায়ন কর্মসূচি -২০১৯-এর উদ্বোধন করা হয়েছে। ‘বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন’ কর্মসূচি’র আওতায় আজ সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল কবির জোঃ উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ । অনুষ্ঠানে উপজেলার ২২৩ বসত ঘরে (পরিবার) ২০টি করে ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার বলেন, গাছ আমাদের পরিবেশের জন্য পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়নের কোন বিকল্প নেই। তাই বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বসত বাড়িতে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে। এর প্রেক্ষিতেই আজকের চারা রোপন কর্মসূচি। মূলত উপকূলীয় এলাকায় অগ্রাধিকার দিয়ে এসব বৃক্ষরোপণ করা হচ্ছে। এ সময় আরো উপস্থিত ছিলেন , তালতলী থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ শাহীনুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, উপজেলা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রি , সোনাকাটা বিট কর্মকর্তা জাহিদ প্রামানিক। তালতলী উপকূলীয় বন বিভাগের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে নারকেল, সুপারি, আকাশমনী, লেবু, পেয়ারা, বহেরা, হরতকি, আমলকি, তাল, খেজুর, রেইনট্রি, জলপাই, অর্জুন, পোস্তাবাদাম, তেতুল, পেঁপে ইত্যাদি গাছের চারা বিতারন করা হয়